ঢাবি ‘গ’ ইউনিটের ফল, ১৭ শতাংশ পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ‘গ’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার এই ফল প্রকাশিত হয়।
এ বছর ভর্তি পরীক্ষায় পাস করেছেন সাত হাজার ১৯৪ জন। পাসের হার ১৭ দশমিক ৫৬ শতাংশ।
‘গ’ ইউনিট অর্থাৎ ব্যবসা শিক্ষা অনুষদের ফলাফল http://admission.eis.du.ac.bd/ এই ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া মোবাইলে মেসেজ পাঠিয়েও ফলাফল জানা যাবে। সে ক্ষেত্রে যে কোনো মোবাইল থেকে du স্পেস ga স্পেস roll লেখে 16321 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
ব্যবসায় শিক্ষা অনুষদের পক্ষ থেকে পাসকৃত সব ছাত্রছাত্রী ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দের ফরম পূরণ করতে বলা হয়েছে। আর কোটায় আবেদনকারীরা ২১ থেকে ২৯ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজনেস অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে ডিন অফিসে জমা দিতে বলা হয়েছে।
গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এই অনুষদে আবেদনকারীর সংখ্যা ছিল ৪৩ হাজার ২৪২ জন। তবে অংশগ্রহণকারী ছিল ৪০ হাজার ৯৫৬ জন। অনুপস্থিত দুই হাজার ২৮৬ জন। পাস করেছে সাত হাজার ১৯৪ জন। অনুত্তীর্ণ ৩৩ হাজার ৭৬২ জন। পাসের হার ১৭ দশমিক ৫৬ শতাংশ।