জাবি ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে। এই অনুষদে ছেলে এবং মেয়ে মিলিয়ে সর্বমোট ৩৫৫টি আসনের জন্য তিন হাজার ৫৫১ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা হওয়ার ছয় ঘণ্টার মাথায় ফল প্রকাশ করা হলো।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ‘বি’ ইউনিটে ছেলেদের জন্য মোট ২০৩টি আসনের বিপরীতে দুই হাজার ৩১ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে একই ইউনিটে মেয়েদের জন্য মোট আসন রয়েছে ১৫২টি, প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে এক হাজার ৫২০ জন পরীক্ষার্থী।
এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ অনুষদে ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেছিলেন প্রায় ১৮ হাজার ৯৯৮ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় মোট ১৫ হাজার ৮৬২ জন আবেদনকারী পরীক্ষায় উপস্থিত ছিলেন বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন।
অর্থাৎ উপস্থিতির হার ছিল প্রায় ৮৩ দশমিক ৫০ শতাংশ।
ফলাফল জানতে ভিজিট করুন- http://www.juniv.edu/admissionresults
প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রদের মেধাতালিকা
প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রীদের মেধাতালিকা
এ ছাড়া মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে 9933 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।