জাবি ভর্তি পরীক্ষার ‘জি’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘জি’ ইউনিটের (আইবিএ, জেইউ) ফল প্রকাশ করা হয়েছে। এই অনুষদে ছাত্র এবং ছাত্রী মিলিয়ে মোট ৫০টি আসনের জন্য ৫০৬ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফল অনুসারে দেখা গেছে, ‘জি’ ইউনিটে ছাত্রদের জন্য মোট ২৯টি আসনের বিপরীতে জন ২৯০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে একই ইউনিটে মেয়েদের জন্য মোট আসন রয়েছে ২১টি, প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে ২১৬ জন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.juniv.edu/admissionresults এ ভিজিট করে এ পরীক্ষার ফল জানা যাবে।
প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রদের মেধাতালিকা-
প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রীদের মেধাতালিকা-
এছাড়া মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে 9933 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
এর আগে আজ দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এক শিফটে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নিতে ছয় হাজার ৪৯৯ জন পরীক্ষার্থী আবেদন করলেও চার হাজার ৭৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন আইবিএ-জেইউ এর পরিচালক ড. মো. মোতাহার হোসেন।