চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আজ রোববার শুরু হচ্ছে।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদে চার হাজার ৬৫৩টি আসনের বিপরীতে মোট দুই লাখ ১১ হাজার ৯৫২ প্রার্থী পরীক্ষা দেবেন।
ডেপুটি রেজিস্ট্রার এবং ভর্তি কমিটির সেক্রেটারি এস এম আকবর হোসেন জানান, প্রথম দিন ‘এ’ ইউনিটে বিজ্ঞান অনুষদ ও ‘জে’ ইউনিটে পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা চলাকালে সব ক্লাস বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা অবাধ ও নকলমুক্ত করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে, যেন পরীক্ষার্থীরা নির্ধারিত সময়েই উপস্থিত হতে পারেন।