জাবি ভর্তি পরীক্ষায় ‘সাংবাদিকতা’ বিভাগের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও মানবিকী অনুষদভুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন (সি-৮) বিভাগের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই বিভাগে ছাত্র ও ছাত্রী মিলিয়ে মোট ৩৫টি আসনের জন্য ২৪৭ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে আজ সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই পালায় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও শুধু কলা ও মানবিকী অনুষদে প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রকাশিত ফলাফল অনুসারে দেখা গেছে, ‘সি-৮’ বা সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন ছাত্রদের জন্য নির্ধারিত মোট ২১টি আসনের বিপরীতে বিজ্ঞান বিভাগ থেকে ৬১ জন, মানবিক বিভাগ থেকে ৭০ জন এবং ব্যবসায় শিক্ষা ও অন্যান্য থেকে ৪০ জন মিলিয়ে মোট ১৭১ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে একই বিভাগে ছাত্রীদের জন্য মোট আসন রয়েছে ১৪টি। এখানে বিজ্ঞান বিভাগ থেকে ৩৩ জন, মানবিক বিভাগ থেকে ২৭ জন এবং ব্যবসায় শিক্ষা ও অন্যান্য থেকে ১৬ জন মিলিয়ে মোট ৭৬ জন ছাত্রী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রদের মেধাতালিকা-
প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রীদের মেধাতালিকা-
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.juniv.edu/admissionresults) ভিজিট করেও এ পরীক্ষার ফল জানা যাবে।
মোবাইল ফোনের ম্যাসেজের মাধ্যমেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JU