হাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ৮ নভেম্বর

দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ৮ নভেম্বর। এ সময়ের মধ্যে ভর্তি-ইচ্ছুকরা আবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরম কেবল অনলাইনে পূরণ করা যাবে এবং আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে, যেখানে একটি মোবাইল নম্বর দিতে হবে। সেই মোবাইল নম্বরটিতে বিভিন্ন তথ্য এসএমএমের মাধ্যমে প্রার্থীকে সময়ে সময়ে জানানো হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে।
এবার সামাজিক বিজ্ঞান ও মানবিক নামে নতুন একটি অনুষদসহ মোট আটটি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট এক হাজার ৯৫০ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরেও সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
হাবিপ্রবির ২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১২ অক্টোবর থেকে শুরু হয়।