ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ক্যাম্পাসসহ মোট ৫৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবায়াত-উল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘এই বছর ভর্তি পরীক্ষায় কোনো অনিয়ম হয়নি এবং আমরা কোনো ধরনের ভর্তি জালিয়াতির খবর পাইনি।’
চলতি বছরে ‘গ’ ইউনিটে এক হাজার ২৫০ আসনের বিপরীতে ২৯ হাজার ৫৮ প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।
‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার
অন্যদিকে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার ক্যাম্পাসের ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মাত্র ১৩৫টি আসনের বিপরীতে এ অনুষদে ১৬ হাজার একজন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, পরীক্ষার হলে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।