কড়া নিরাপত্তায় বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় তিন ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা শুরু হয়। এক হাজার ৬০ আসনের বিপরীতে ১২ হাজার ১৬১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
পরীক্ষা চলার সময়ে বুয়েট ক্যাম্পাসে দেখা যায়, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।
ভর্তি পরীক্ষা কমিটির প্রধান প্রাণ কানাই সাহা জানান, ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১৬ হাজার ২৮৮ শিক্ষার্থী আবেদন করেন।
ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ বছর ভর্তি পরীক্ষা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে বুয়েট প্রশাসন শিক্ষার্থীদের কিছু দাবি মেনে নিলে এবং ভর্তিচ্ছুদের কথা বিবেচনা করে আন্দোলনকারীরা দুদিন তাদের আন্দোলন শিথিলের ঘোষণা দেন।