জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন বিভাগীয় শিক্ষকরা।
গতকাল রোববার রাতে বিভাগীয় জরুরি একাডেমিক কমিটিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ।
বিভাগের একাধিক শিক্ষক সূত্রে জানা যায়, ২০১২ সালে ভূগোল ও পরিবেশ বিভাগের ৩৭তম ব্যাচের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষায় অনিয়মসহ একাধিক কারণ দেখিয়ে অধ্যাপক ড. মো. মনজুরুল হাসানকে বিভাগ থেকে বয়কট ঘোষণা করা হয়। পরে ওই অধ্যাপকের বিরুদ্ধে ক্যাম্পাসে বহিরাগতদের সঙ্গে নিয়ে বিচরণ করার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে বিভাগীয় শিক্ষকদের নিরাপত্তা চেয়ে বিভাগীয় সভাপতি স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া হয়।
লিখিত অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করার জন্য ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন বিভাগীয় শিক্ষকরা।
কিন্তু গতকাল রোববার সময় শেষ হলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় কোনো ধরনের ডায়েরি না করায় বিভাগীয় জরুরি একাডেমিক কমিটিতে এ সিদ্ধান্ত নেওয় হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ার পর আত্মপক্ষ সমর্থনের জন্য অধ্যাপক ড. মো. মনজুরুল হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কারণ দর্শানোর পর পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।