রাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ১৬ পরীক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬ জন পরীক্ষার্থী। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিটে চার হাজার ৭১৩টি আসনের বিপরীতে আবেদন জমা হয়েছে ৭৮ হাজার ৯০টি।
‘এ’ ইউনিটে ৩১ হাজার ১২৯টি, ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৭৩২টি ও ‘সি’ ইউনিটে ৩১ হাজার ২২৯টি আবেদন জমা পড়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, লিখিত ও বহুনির্বাচনী দুটি পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৫০ মিনিট ও লিখিত প্রশ্নের জন্য ৪০ মিনিট সময় পাবেন ভর্তিচ্ছুরা।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে লিখিত বক্তব্যে জানানো হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল-আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।