প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর

পুরোনো ছবি
আগামী ২২ নভেম্বর থেকে সারা দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু হবে। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে এ কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ শিক্ষার্থী। ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নেবে তিন লাখ পাঁচ হাজার ৪৫১ শিক্ষার্থী।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেছেন, ‘এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সারা দেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’ অভিভাবক ও শিক্ষকদের শিশুদের প্রতি যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।