রাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
বাণিজ্য অনুষদের যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘ডি’ ইউনিটের মোট ৫২৩টি আসনের মধ্যে ৯৩টি আসনে মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী জোড় ও বেজোড় রোল নম্বরের ৩২৭ জন করে এবং অবাণিজ্য বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ১৮৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিতদের ২৬ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ru.ac.bd) বিষয় নির্বাচনের ফরম পূরণ করতে হবে।
২৮ তারিখে সকাল ৯টা থেকে সাক্ষাৎকার নেওয়া শুরু হবে বলেও জানান রফিকুল ইসলাম। সাক্ষাৎকারের স্থানসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানার পরামর্শ দেন তিনি।