চবির কালকের ভর্তি পরীক্ষা শনিবার

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কাল বৃহস্পতিবারের ভর্তি পরীক্ষা হচ্ছে না। এই পরীক্ষা শনিবার সকাল ৯টা থেকে আগের সময়ে অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সমাজবিজ্ঞান ও শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু জামায়াতে ইসলামী হরতাল ডাকায় ওই পরীক্ষা শনিবার সকাল ৯টা থেকে আগের সময়ে অনুষ্ঠিত হবে।
গত ১ নভেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদে চার হাজার ৬৫৩টি আসনের বিপরীতে এ বছর ভর্তির জন্য আবেদন করেছে দুই লাখ ১১ হাজার ৯৫২ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য লড়তে হচ্ছে গড়ে ৪৬ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগী রয়েছে কম্পিউটার সায়েন্স ও ফলিত পদার্থবিদ্যা নিয়ে গঠিত জি-ইউনিটে।
মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহালের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।