সরকারি প্রাক-প্রাথমিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার-২০১৪ ফল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার-২০১৪ ফল প্রকাশিত হয়েছে। ২২ নভেম্বর-২০১৫ তারিখে প্রকাশিত ফলে মোট ৩৯টি জেলায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জেলাভিত্তিক রোলের তালিকা :
উত্তীর্ণ প্রার্থীদের সত্যায়িত অনলাইনে আবেদনের কপি, আপলোডকৃত ছবি, লিখিত পরীক্ষার সনদ, নাগরিকত্বের সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্ক সনদ, এতিম-সংক্রান্ত সনদ, প্রতিবন্ধী-সংক্রান্ত সনদ, পোষ্য সনদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সনদ, উপজাতি সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ২৬ নভেম্বর-২০১৫ তারিখের মধ্যে নিজ নিজ জেলার প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে। মৌখিক পরীক্ষা বোর্ডে জমাদানকৃত সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজের মূলকপি প্রদর্শন করতে হবে।