জাবিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সপ্তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৫। তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের গাণিতিক ও বৈশ্লেষিক দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে গণিতের গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ এ অলিম্পিয়াড আয়োজন করে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে গণিত অলিম্পিয়াড উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ সময় গণিত বিভাগের সভাপতি ও ঢাকা উত্তর আঞ্চলিক অলিম্পিয়াড ২০১৫-এর আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. আবদুর রব, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক মো. নুরুল আলম, গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরে সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী গণিতের মৌলিক বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ১২টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১১৬ জন শিক্ষার্থী অংশ নেন।
জুমার নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর গণিতের ওপর মৌলিক প্রশ্নোত্তর-পর্ব অনুষ্ঠিত হয়। গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহর পরিচালনায় এ পর্বে প্রতিযোগী ও গণিতবিদরা অংশ নেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন।
সব শেষে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গণিত অলিম্পিয়াড ২০১৫ শেষ হয়। প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ী প্রথম ১০ জনকে পুরস্কার দেওয়া হয়। তাঁরা চূড়ান্ত পর্বে অংশ নেবে। এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।