পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির প্রথম বর্ষে ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬ জন শিক্ষার্থী।
শুক্রবার পবিপ্রবির ভর্তি পরীক্ষা-সংক্রান্ত টেকনিক্যাল উপকমিটির বরাত দিয়ে জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এ তথ্য জানিয়েছে। আগামী ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ জানান, এবার মোট ৬৪৭টি আসনের বিপরীতে নয় হাজার ৪৩৭ শিক্ষার্থী আবেদন করেছেন। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ৪৯৮টি আসনের বিপরীতে গড়ে আটজন করে মোট চার হাজার ১৩১ জন, ‘বি’ ইউনিটে ৮৩ আসনের বিপরীতে গড়ে ২৫ জন করে মোট দুই হাজার ৬২ জন এবং ‘সি’ ইউনিটে ৬৬টি আসনের বিপরীতে গড়ে ৫১ জন করে মোট তিন হাজার ২৪৪ জন আবেদন করেছেন।
ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.pstu.ac.bd) পাওয়া যাবে।