কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওই সব পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল।
আজ শনিবার কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়। অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা এসব পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।