পিএসসি-জেএসসির ফল ৩১ ডিসেম্বর

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য জানিয়েছেন।
রবীন্দ্রনাথ বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ৩১ ডিসেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ ফল হস্তান্তর করবেন। পরে তাঁরা দুজন শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করবেন।
গত ১ থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠিত হয় জেএসসি ও সমমানের জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি)। আর ২২ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয় পিএসসি ও সমমানের ইবতেদায়ি সমাপনী পরীক্ষা।
জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী। আর পিএসসি ও ইবতেদায়ি পরীক্ষায় অংশ নেয় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ শিক্ষার্থী।