জাবিতে তৃতীয় দফায় মেধা তালিকা থেকে ভর্তি ৭-৮ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে তৃতীয় দফায় প্রকাশিত মেধা তালিকা থেকে ভর্তি শুরু হবে আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৮ ফেব্রুয়ারি বেলা ২টা পর্যন্ত আসন শূন্য থাকলে, ওই শূন্য আসনে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় উপস্থিত ভর্তিচ্ছুদের মধ্য থেকে আবেদন নেওয়া হবে। আবেদনকারীদের মেধা তালিকা অনুযায়ী ওই শূন্য আসনে ভর্তি করা হবে।
এ ছাড়া আগামী ১৬ ফেব্রুয়ারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে প্রায় দুই হাজার সিটের বিপরীতে দুই লাখ ২৬ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
ভর্তির সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাচ্ছে।