জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষা আজ শনিবার। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের এ পরীক্ষা শুরু হবে দুপুর ১টা থেকে।
এরই মধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, সারা দেশের ৬৫৬টি কলেজের ২১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দুই লাখ ৭৭ হাজার ২৯২ জন পরীক্ষার্থী। মোট ৩০টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।