রাজশাহীতে ফেল বেশি ইংরেজিতে

এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলে রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে সবচেয়ে খারাপ ফল করেছে। শুধু ইংরেজি বিষয়ে ফেল করেছে ১৩ হাজার ৮৩৮ শিক্ষার্থী। ইংরেজি ফল খারাপ করায় পাসের হারে পিছিয়ে পড়েছে রাজশাহী শিক্ষা বোর্ড।
রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালাইসিস্ট প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অংশ নিয়েছিল এক লাখ ছয় হাজার ৮০৫ জন। এর মধ্যে পাস করেছে ৯২ হাজার ৯৬৭ জন। ফেল করেছে ১৩ হাজার ৮৩৮ জন। এ বিষয়ে অকৃতকার্যের সংখ্যা সবচেয়ে বেশি।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সামসুল কালাম আজাদ জানান, বিদেশি ভাষা বলে বরাবরই ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা ফল ভালো করতে পারে না। যে বছর ইংরেজিতে ফল ভালো হয়, সে বছর বোর্ডের ফলও ভালো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বিদেশি ভাষার কারণে শিক্ষার্থীদের কাছে ইংরেজি কঠিন মনে হয়। শিক্ষার্থীদের মনোযোগের অভাব ও পাঠদানের শিথিলতার কারণে ইংরেজি বিষয়ে এমন ফল হয়েছে।