ইবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়। ২০ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন ভর্তি ইচ্ছুরা।
আগামী ১৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানান, আজ বুধবার উপাচার্যের সভাকক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।
এ ছাড়া আগামী ২১ ডিসেম্বর ২০১৬ থেকে ১২ জানুয়ারি ২০১৭ পর্যন্ত অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে।
এ বছরের ভর্তি পরীক্ষায় শারীরিক প্রতিবন্ধীদের কোটায় ভর্তির সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ২০ জন করা হয়েছে।
এ ছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।
উপাচার্য ড. হারুন-উর রাশিদ আসকারীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ট্রেজারার ড. সেলিম তোহা, প্রক্টর ড. মাহবুবুর রহমানসহ সব অনুষদীয় ডিন, সব বিভাগের সভাপতি এবং সাতটি আবাসিক হলের প্রাধ্যক্ষ।