ইবিতে ভর্তির আবেদন কাল থেকে, যোগ্যতা যা লাগবে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী ২০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত টেলিটক সিমের মাধ্যমে এসএমএস করে ভর্তির আবেদন করতে হবে।
এ বছর প্রতিটি ইউনিটের ভর্তি আবেদন ফরমের মূল্য ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ স্বাক্ষরিত ভর্তি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
এ বছর পাঁচটি অনুষদে আটটি ইউনিটের অধীনে মোট ২৫টি বিভাগে এক হাজার ৬৯৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিস অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিস, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিস এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিস এই তিনটি বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ‘এ’ ইউনিটের প্রত্যেকটি বিভাগে পৃথকভাবে ৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য মানবিক শাখায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ৩.০০ এবং একত্রে জিপিএ ৬.৫০ লাগবে। বাণিজ্য শাখায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ৩.২৫ এবং একত্রে জিপিএ ৬.৭৫ লাগবে। এ ছাড়া বিজ্ঞান শাখায় এসএসসি এবং এইচএসসি পাস শিক্ষার্থীদের এই ইউনিটে আবেদন করার জন্য আলাদাভাবে জিপিএ ৩.২৫ এবং একত্রে জিপিএ ৭.০০ লাগবে।
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’, ‘সি’ এই দুটি ইউনিট রয়েছে। ‘বি’ ইউনিটে বাংলা, ইংরেজি, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ফোকলোর স্টাডিস এই পাঁচটি বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ইংরেজি বিভাগে ১০০টি আসন আছে। এ ছাড়া অপর চারটি বিভাগের প্রত্যেকটিতে ৮০টি করে আসন আছে। ‘সি’ ইউনিটে অর্থনীতি, লোকপ্রশাসন ও রাষ্ট্রবিজ্ঞান এই তিনটি বিভাগ রয়েছে। এই ইউনিটভুক্ত প্রতিটি বিভাগে আসনসংখ্যা ৭৫। এই অনুষদভুক্ত ইউনিটে আবেদন করার জন্য মানবিক শাখায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ৩.০০ এবং একত্রে জিপিএ ৬.৫০ লাগবে। বাণিজ্য শাখায় এসএসসি ও এইচএসসি পাস শিক্ষার্থীদের আলাদাভাবে জিপিএ ৩.২৫ এবং একত্রে জিপিএ ৬.৭৫ লাগবে। এ ছাড়া বিজ্ঞান শাখায় এসএসসি ও এইচএসসি পাস শিক্ষার্থীদের আলাদাভাবে জিপিএ ৩.২৫ এবং একত্রে জিপিএ ৭.০০ লাগবে।
ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ‘ই’ এবং ‘এফ’ এই তিনটি ইউনিট রয়েছে। ‘ডি’ ইউনিটে ফলিত পুষ্টি খাদ্য প্রযুক্তি, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই তিনটি বিভাগের প্রতিটিতে আসনসংখ্যা ৪৫। ‘ই’ ইউনিটে ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগ রয়েছে। এই তিনটি বিভাগের প্রতিটিতে ৪৫টি করে আসন রয়েছে। ‘এফ’ ইউনিটে গণিত এবং পরিসংখ্যান এই দুটি বিভাগের প্রতিটিতে আসনসংখ্যা ৫০ রয়েছে। এসএসসি এবং এইচএসসিতে শুধুমাত্র বিজ্ঞান শাখায় পাস শিক্ষার্থীরা এই অনুষদের তিনটি ইউনিটের বিভাগগুলোতে আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩.৫০ এবং একত্রে জিপিএ ৭.৫০ লাগবে।
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, ব্যবস্থাপনা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং এই চারটি বিভাগের প্রতিটিতে আসনসংখ্যা রয়েছে ৭৫। বাণিজ্য ও মানবিক শাখায় এসএসসি ও এইচএসসি পাস শিক্ষার্থীদের আলাদাভাবে জিপিএ ৩.২৫ এবং একত্রে জিপিএ ৬.৭৫ লাগবে। এ ছাড়া বিজ্ঞান শাখায় এসএসসি এবং এইচএসসি পাস শিক্ষার্থীদের আলাদাভাবে জিপিএ ৩.৫০ এবং একত্রে জিপিএ ৭.২৫ লাগবে।
আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটে আইন ও মুসলিম বিধান বিভাগ, আল-ফিকহ বিভাগ রয়েছে। আইন ও মুসলিম বিধান বিভাগে ৮০টি আসন এবং আল-ফিকহ বিভাগে ৬০টি আসন রয়েছে। মানবিক শাখায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ৩.০০ এবং একত্রে জিপিএ ৬.৫০ লাগবে। বাণিজ্য শাখায় এসএসসি ও এইচএসসি পাস শিক্ষার্থীদের আলাদাভাবে জিপিএ ৩.২৫ এবং একত্রে জিপিএ ৬.৭৫ লাগবে। এ ছাড়া বিজ্ঞান শাখায় এসএসসি ও এইচএসসি পাস শিক্ষার্থীদের আলাদাভাবে জিপিএ ৩.২৫ এবং একত্রে জিপিএ ৭.০০ লাগবে।
বিশেষ কোটায় ভর্তির যোগ্যতা এবং আসনবিন্যাস
বিশেষ কোটায় মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, পুত্র-কন্যা পাওয়া না গেলে পুত্র-কন্যার পুত্র-কন্যা মোট আসনসংখ্যার পাঁচ ভাগ, উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী সম্প্রদায় হিসেবে ১০ জন, হরিজন-দলিত জনগোষ্ঠী দুজন, শারীরিক প্রতিবন্ধী ২০ জন, খেলোয়াড় ১০ জন, এ ছাড়া পোষ্য কোটায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পুত্র-কন্যা নির্ধারিত আসনসংখ্যার বাইরে ভর্তি হতে পারবে।
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক আতাউল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘আগামী ১৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৯ নভেম্বর। মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে ৪ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ২১ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি ২০১৭ পর্যন্ত ভর্তি নেওয়া হবে। ১৫ জানুয়ারি ২০১৭ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। এ ছাড়া ভর্তি আবেদন সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট- www.iu.ac.bd-এর মাধ্যমে জানা যাবে।