ইবি খুলবে মঙ্গলবার, ক্লাস-পরীক্ষা বুধবার

ঈদুল আজহার ১৪ দিনের ছুটি শেষে আগামী মঙ্গলবার খুলবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। সব বিভাগের ক্লাস ও পরীক্ষা পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী আগামী বুধবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এনটিভি অনলাইনকে বলেন, ‘পবিত্র ঈদুল আজহার ১৪ দিনের ছুটি শেষে আগামী ২১ সেপ্টেম্বর বুধবার থেকে ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে। এ ছাড়া ২০ সেপ্টেম্বর থেকে প্রশাসনিক অফিস চালু হবে।’
বিশ্ববিদ্যালয় হল প্রাধ্যাক্ষ কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান জানান, আগামী ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ৩টি আবাসিক হল সকাল ১০টায় এবং ছাত্রদের ৪টি আবাসিক হল সকাল ৯ টায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
আর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন, ঈদের ছুটি শেষে ২১ সেপ্টেম্বর বুধবার থেকে সকল বিভাগের ক্লাস-পরীক্ষা পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী চলবে।