৩৭তম বিসিএস প্রিলির আসনবিন্যাস প্রকাশ

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস, সময়সূচি ও নিয়মাবলি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)। বিপিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপন অনুযায়ী ৩০ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
২০০ নম্বরের এমসিকিউভিত্তিক এ পরীক্ষার জন্য সময় থাকবে দুই ঘণ্টা। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ১১টা ৩০ মিনিটে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হবে এই প্রিলিমিনারি পরীক্ষা। প্রার্থীরা তাঁদের নিজ নিজ বিভাগে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস ও বিভিন্ন তথ্য জানতে দেখুন কর্মকমিশন প্রকাশিত প্রজ্ঞাপন :