জাবির উন্নয়ন ফি বহাল, ১৮ ডিসেম্বর থেকে ফের ভর্তি

স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভাগ উন্নয়ন ফি বাতিল করবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বাম ছাত্রসংগঠনগুলোর আন্দোলনের মুখে বন্ধ হয়ে যাওয়া ভর্তি কার্যক্রম পুনরায় আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু করার সিদ্ধান্তও হয়েছে।
আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ব্যাংক অবরোধ করলে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় প্রশাসন। এ নিয়ে সিদ্ধান্ত নিতে আজ সকাল ১০টার দিকে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য ফারজানা ইসলাম। বৈঠকে বিভাগ উন্নয়ন ফি বাতিল না করা এবং আগে নির্ধারণ করা বিভাগপ্রতি সর্বোচ্চ আট হাজার রাখার সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে।
এ দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী প্রগতিশীল ছাত্রজোটের নেতারা। শিগগির আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।
এ ব্যাপারে জোটের নেতা ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, ‘প্রশাসন স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়েছে, আমরা প্রশাসনের এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি। প্রশাসন তাদের সিদ্ধান্তে অনড় আছে, আমরাও আমাদের জায়গায় অনড় আছি। অবৈধ বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে আমাদের কর্মসূচি চলবে।’
বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে আজও সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ছাড়াও বিশ্ববিদ্যালয় রশিদের বাইরে ‘বিভাগ উন্নয়ন ফি’ নামে ফি আদায় করে বিভাগগুলো। এর বিরুদ্ধে বাম ছাত্র সংগঠনগুলো কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার সারাদিন ব্যাংক অবরোধের কর্মসূচি পালন করে প্রগতিশীল ছাত্রজোট। যার পরিপ্রেক্ষিতে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।