আট দফা দাবিতে পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/24/pabna-news-pic.jpg)
পরিবহণ সংকটের সমাধান, হোস্টেল, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছেন পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৪ জুলাই) দুপুরে সব সেমিস্টারের শিক্ষার্থীরা একত্রিত হয়ে দাবি আদায়ে ক্লাস বর্জন করে শহরের আব্দুল হামিদ সড়কের পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইফতেখার আহমেদ আকাশ, শাহনেওয়াজ শিশির, তাছির আহমেদ, মেহেদী হাসান মিল্টন, সুরাইয়া শারমিন শান্তা, মেহেদী ইকমা ঊর্বশীসহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য ভাড়া করা পরিবহণ বাজেট সংকট দেখিয়ে বন্ধ রেখেছে কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে সব শিক্ষার্থীকে নিজস্ব পরিবহণ না থাকায় ক্লাস করতে মূল ক্যাম্পাস থেকে নিজেদের অর্থায়নে পাবনা জেনারেল হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে। সব বিষয়ে বলার পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করে কলেজ কর্তৃপক্ষ সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।