ড. ইউনূসকে নিয়ে ১৬০ বিশ্বনেতার চিঠির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/04/ddhaabi.jpg)
সম্প্রতি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীকে দেওয়া বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ জনের খোলা চিঠির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সেখানে এই চিঠি বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ বলে দাবি করা হয়েছে।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে সংগঠনটি। এই কর্মসূচিতে ড. ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন অংশগ্রহণকারী শিক্ষকরা।
মানববন্ধনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘একেকটি সমাজের একেকজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিরা যখন কোনো অন্যায়ের পক্ষে অবস্থান নেয়, দুর্নীতির পক্ষে অবস্থান নেয়, মানবতা তখন লজ্জিত হয়। সেই কারণেই এটা সুস্পষ্ট—প্রতিটি সমাজেই কিছু মানুষ থাকে, যে মানুষগুলো নীতিজ্ঞান বিবর্জিত এবং তারা বিভিন্ন সময়ে নানাভাবে প্রলোভনে পড়ে অন্যায়ের পক্ষে অবস্থান নেন। আমার ধারণা, ড. ইউনূস ইস্যুতে বিচার প্রক্রিয়াধীন একটি বিষয় নিয়ে বিবৃতি দিয়েছেন ১৬০ জন নীতি জ্ঞান বিবর্জিত মানুষ। তারা লবিস্ট হিসেবে ভূমিকা পালন করছেন। তাদের হয়তো কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়, কোনো রাজনৈতিক দল বা সংগঠন অথবা কোনো ব্যক্তি হায়ার করেছেন কিছু অর্থের বিনিময়ে। সে কারণেই তারা দুর্নীতির পক্ষে অবস্থান নিয়েছেন।’
ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো. নিজামুল হক ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।