হাবিপ্রবির ভিসি-রেজিস্ট্রারের পদত্যাগ
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি-রেজিস্ট্রার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন। আজ শুক্রবার (৯ আগস্ট) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে তাঁরা পদত্যাগ করলেন বলে জানা গেছে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মাহবুব হোসেন ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান আজ সকালে তাঁরা পদত্যাগ করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার উল্লিখিত কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বিক্ষোভকারীরা ভিসিসহ অন্যান্যদের অফিসের নামফলকসহ প্রশাসনিক ভবনে ভিসির ছবিযুক্ত নিউজ বোর্ডের সব ছবি ছিড়ে ফেলেন।
বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়কে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর ভিসি, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ কোনো দপ্তর পরিচালক অফিসে আসেননি। তাঁরা সবাই ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর। এখন তাদের এখানে কাজ করার কোনো অধিকার নেই। খুনি হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর দোসররা পদত্যাগ করলেও এখানে তারা বহাল তবিয়তে রয়েছেন। পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার একদিনের মাথায় তারা পদত্যাগ করলেন।