গোপালগঞ্জে ছাত্রলীগকর্মীকে পরীক্ষা দিতে বাধা, ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/25/gopaalgnyj.jpg)
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগনেতা ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগকে পরীক্ষা দিতে বাধা দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। হামলায় সাকিব আহমেদ নামে এক সমন্বয়ক আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা।
আজ শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উত্তপ্ত রয়েছে বশেমুরবিপ্রবির ক্যাম্পাস।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর শরীফ সরকার অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগনেতা ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ শনিবার দুপুরে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় ছাত্র আন্দোলনের এক সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাচ্ছিলেন। তখন সোহাগ ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলীগকর্মীরা আমাকেসহ, সাকিব আহমেদ, মোহাম্মদ জসিমুদ্দিন, ফয়সাল জামান ফাহিম ও বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক ফয়সাল, দপ্তর সম্পাদক শেখ রাসেলের ওপরেও হামলা চালানো হয়। পরে ঘটনার প্রতিবাদ ও হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বশেমুরবিপ্রবির প্রক্টর আরিফুজ্জামান রাজিব বলেন, ছুটির দিন হওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম না। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দিয়েছি। রাতে পৌছাবো। সহকারী প্রক্টরগণ ঘটনাটি শামাল দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। রাত সাড়ে ৭টার দিকে সকল পক্ষকে নিয়ে বসে সমাধান করা হবে।