জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সহিংস ঘটনায় জড়িত ১২৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ সোমবার (১৭ মার্চ) সিন্ডিকেট সভার পর এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িত ছিল বলে প্রমাণিত হয়েছে। তবে বহিষ্কৃতদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ‘সাময়িক বহিষ্কারের পাশাপাশি অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামের নেতৃত্বে একটি নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে সরকারবিরোধী বিক্ষোভের সময় ক্যাম্পাস ও এর আশপাশে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর সশস্ত্র হামলা, নির্যাতন এবং উত্তেজনা সৃষ্টির অভিযোগ ওঠে। এর পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।