ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি

ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার (৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের প্রধান উপদেষ্টা ড. ইয়াকুব শরীফের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) প্রফেসর ড. হোসেন রেজা। প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর আহসান উল্লাহ।
এ সময় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিকুল ইসলাম, ইথিকস্ ক্লাবের সমন্বয়ক মু. মাহফুজার রহমান, ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব রায়হান ও সাংগঠনিক সম্পাদক তারেক খানসহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।