খুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন যবিপ্রবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ডিবেটিং ক্লাব ‘নৈয়ায়িক’ আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা চতুর্থ নৈয়ায়িক ন্যাশনালস্-২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ডিবেটিং ক্লাব। শনিবার (২৩ আগস্ট) ফাইনালে তারা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ডিবেটিং ক্লাবকে পরাজিত করে শিরোপা জেতে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, বিতর্ক আত্ম-উন্নয়নের এক উৎকৃষ্ট ক্ষেত্র, যা শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে দক্ষ করে তোলে।
প্রধান আলোচক হিসেবে দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার বলেন, যুক্তি-তর্কের মাধ্যমে তরুণরা সমাজ ও রাষ্ট্রের ভুল-ত্রুটি চিহ্নিত করতে পারে এবং মুক্তচিন্তার আলোচনার মধ্য দিয়েই আগামী দিনের শ্রেষ্ঠ নাগরিক তৈরি হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত ও টিআইবির ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক। তারা বলেন, বিতর্ক শিক্ষার্থীদের মুক্তচিন্তা, নেতৃত্ব ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল অংশ নেয়। ফাইনালের বিষয় ছিল- ‘এই সংসদ মনে করে, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নভঙ্গের জন্য অন্তর্বর্তী সরকারের চাইতে রাজনৈতিক দলগুলোই বেশি দায়ী।’ প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নিয়ে জয়ী হয় যবিপ্রবি দল।
‘ডিবেটর অব ফাইনাল’ নির্বাচিত হন বিইউপি ডিবেটিং ক্লাবের লিমন এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরামের ফাহিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৈয়ায়িক সভাপতি হিজবুল্লাহ তামিম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক খালিদ হোসেন।