চাকসুতে ভিপি পদপ্রার্থী ২৫, কার্যকরী কমিটির প্রার্থী তালিকা প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের কার্যকরী কমিটিতে ভিপি পদে সর্বোচ্চ ২৫ প্রার্থীসহ মোট কতজন প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিয়েছেন তার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানান চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কে এম আরিফুল হক সিদ্দিকী।
চাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ২৫ প্রার্থী, জিএস পদে ২২ প্রার্থী ও এজিএস পদে ২২ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ প্রার্থী, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১৫ প্রার্থী, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৮ জন প্রার্থী, সহ সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬ প্রার্থী, দপ্তর সম্পাদক পদে ১৮ প্রার্থী, সহ-দপ্তর সম্পাদক ১৪ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে ১২ প্রার্থী, সহছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে ১১ প্রার্থী, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ২০ প্রার্থী, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে ১১ প্রার্থী, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে ১৭ প্রার্থী, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে ১৬ প্রার্থী, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ২০ প্রার্থী, সহ-যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ১৪ প্রার্থী, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ১৩ প্রার্থী, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ১১ প্রার্থী, স্বাস্থ্য সম্পাদক পদে ১৭ প্রার্থী, পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে ২১ প্রার্থী, কার্যনিবাহী সদস্য পদে ৮৪ প্রার্থীসহ সর্বমোট ৪২৯ প্রার্থী কার্যকরী কমিটিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সময় বৃদ্ধির পর যাচাই-বাছাই ২১ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২২ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।