৮৭ উপজেলায় ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে : সিইসি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/29/cec-2_0.jpg)
সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি
তৃতীয় ধাপের ৮৭ উপজেলায় ৩৫ শতাংশের কম বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, ভোট পড়ার প্রকৃত তথ্য জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।
আজ বুধবার (২৯ মে) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিইসি এই কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ১১৫২ জন প্রার্থী ছিলেন। ইভিএমে ১৬ উপজেলায় বাকিগুলো ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়েছে। অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এই লক্ষ্য আইনশৃঙ্খলা বাহিনী অনেক তৎপর ছিল।
সিইসি বলেন, খুবই সীমিত পরিসরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোট কারচুপির চেষ্টায় ৩০ জনকে আটক করা হয়েছে। দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সংঘর্ষ ঘটনায় ৬ জন আহত হয়েছে। একজন প্রিজাইডিং অফিসার অসুস্থ হয়ে মারা গিয়েছে।