সাংবাদিক নিয়োগ দিচ্ছে ডেইলি স্টার

ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টারের অনলাইন বিভাগের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘সিনিয়র অনলাইন জার্নালিস্ট’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। এ ছাড়া আন্তর্জাতিক এবং খেলাধুলাবিষয়ক সংবাদসহ অন্য সব বিষয়ে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে এবং ই-মেইল (hr@thedailystar.net) করার মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে পারবেন। ডাকযোগে আবেদনের ঠিকানা ‘ইনচার্জ, এইচআর, দ্য ডেইলি স্টার সেন্টার, ৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫’। আবেদন করা যাবে ১৬ জুন, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দৈনিক ডেইলি স্টারে ৫ জুন, ২০১৭ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখুন :