সেলস এক্সিকিউটিভ নিচ্ছে আইএফআইসি ব্যাংক

আইএফআইসি ব্যাংক ডাইরেক্ট সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী এবং সর্বোচ্চ ৩৪ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
তবে যাঁরা স্নাতক পরীক্ষা দিয়েছেন, কিন্তু ফল এখনো প্রকাশিত হয়নি, তাঁরাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না।
নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে। তাই যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। পদটির জন্য বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া থাকবে ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আগ্রহী প্রার্থীরা তাঁদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি সংযুক্ত করে পাঠাতে পারবেন mhadi.hr@gmail.com এই ই-মেইল ঠিকানায়। আবেদন করা যাবে আগামী ২৮ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম