বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে উচ্চ বেতনে চাকরি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আকর্ষণীয় বেতনে মোট ১৪ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
পদগুলোর মধ্যে পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট) পদে একজন, পরিচালক বা চিফ রিসার্চ অফিসার (স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড ইনফরমেশন) পদে একজন, পরিচালক (ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং) পদে একজন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) পদে একজন, অতিরিক্ত পরিচালক বা ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার (ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং) পদে একজন, অতিরিক্ত পরিচালক (কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড রাইট টু ইনফরমেশন) পদে একজন, উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে একজন, উপপরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) পদে একজন, সিনিয়র সহকারী পরিচালক পদে দুজন, সিনিয়র রিসার্চ অফিসার পদে একজন, সহকারী পরিচালক বা সহকারী প্রোগ্রামার (ইউডিএল) পদে একজন, সহকারী সচিব (তথ্য) পদে একজন এবং জনসংযোগ সহকারী কাম ফটোগ্রাফার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন পাঠাতে পারবেন ‘সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, ঢাকা-১২০৭’ ঠিকানায়। আবেদনপত্র পাঠানো যাবে আগামী ১৭ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ১৭ ডিসেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-৬) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :