আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ইঞ্জিনিয়ার নিয়োগ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে। মোট ১৩টি শূন্যপদে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ৩১ জানুয়ারি-২০১৬ তারিখে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। পাশাপাশি আবেদনকারীদের ইংরেজি ও বাংলায় যোগাযোগে দক্ষতা ও কম্পিউটারজ্ঞান থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
নিয়োগপ্রাপ্তদের মাসিক ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়া মূল বেতনের ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভাতা এবং কোম্পানির আইন অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজ ও ৫০০ টাকার ব্যাংক ড্রাফটসহ আবেদনপত্র পাঠাতে পারবেন ‘ম্যানেজার (এইচআরএম), আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া-৩৪০২’ ঠিকানায়। আবেদনপত্র সংগ্রহ করা হবে আগামী ২৫ জানুয়ারি, ২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে ডেইলি স্টার পত্রিকায় ১ জানুয়ারি, ২০১৬ তারিখে (পৃষ্ঠা-১২) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।