উচ্চ বেতনে বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ দেবে কৃষি গবেষণা ইনস্টিটিউট

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দুটি পদে ২২ জন বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ দেবে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
বৈজ্ঞানিক কর্মকর্তা
বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে। কৃষিবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক অথবা বিজ্ঞানে প্রথম শ্রেণির স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
বৈজ্ঞানিক কর্মকর্তা-পোস্টহারভেস্ট বা ফুড টেকনোলজি
পদটিতে নিয়োগ দেওয়া হবে দুজন। ফুড ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
পদগুলোতে চাকরি করতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দ্য ডেইলি স্টার পত্রিকায় ২১ জানুয়ারি-২০১৬ তারিখে (পৃষ্ঠা-১৩) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :