নতুনদের জন্য চ্যানেল টোয়েন্টিফোরে সাংবাদিকতার সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চ্যানেল টোয়েন্টিফোর। বিডিজবস ডটকমে প্রকাশিত এ বিজ্ঞাপন অনুযায়ী ‘ডিস্ট্রিক্ট রিপোর্টার’ পদে নিয়োগ দেওয়া হবে। পদটিতে কোনো অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে।
আবেদনের যোগ্যতা
ন্যূনতম স্নাতক পাস হলেই আবেদন করা যাবে পদটিতে। বিজ্ঞাপনে সদ্য স্নাতক উত্তীর্ণ প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। তবে টিভি চ্যানেল ও খবরের কাগজে আগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা। এ ছাড়া মাইক্রোসফট অফিস ও ইন্টারনেটে দক্ষ হতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স অনূর্ধ্ব-২৫ বছর।
কর্মস্থল
পদটিতে নিয়োগ দেওয়া হবে পটুয়াখালী, নেত্রকোনা, রাজবাড়ী ও সুনামগঞ্জ জেলায়।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন hr1@channel24bd.tv ই-মেইল ঠিকানায়। এ ছাড়া জীবনবৃত্তান্ত ও দুই কপি ছবিসহ আবেদনপত্র পাঠানো যাবে ‘চ্যানেল টোয়েন্টিফোর, ৩৮৭ (দক্ষিণ) তেজগাঁও বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২০৮’ ঠিকানায়। আবেদন করা যাবে ৩১ জুলাই-২০১৬ তারিখ পর্যন্ত।