জেলখানা পাহারা দেবে কুমির
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/12/photo-1447306734.jpg)
জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘প্রিজন ব্রেক’ বা বিখ্যাত সিনেমা ‘দ্য শশ্যাংক রিডেম্পশন’-এ জেল পালানোর চমকপ্রদ নিদর্শন রয়েছে। এই কাহিনীগুলো কিন্তু বাস্তব ঘটনা থেকেই নেওয়া। কখনো পাহারাদারকে ঠকিয়ে, কখনো বা জেলখানার নকশা ঘেঁটে কৌশলে দেয়াল বা গরাদ ভেঙে পালিয়েছে বহু কয়েদি। তবে ইন্দোনেশিয়ার কয়েদখানায় এখন এমন এক ব্যবস্থা করার পরিকল্পনা হচ্ছে, তাতে কয়েদিরা কোনো অবস্থাতেই পালানোর চিন্তা করতে পারবেন না। ব্রেক ডটকমের খবরে পাওয়া গেল, ইন্দোনেশিয়ার কারাগারে এখন পাহারা দেওয়ার কাজে হিংস্র কুমির ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে!
মাদক সমস্যা নিয়ে খুবই সচেতন ইন্দোনেশিয়া। মাদকপাচার এবং মাদক-সংশ্লিষ্ট বিষয়ে জড়িত অপরাধীদের তারা এমনভাবে রাখতে চায়, যাতে এই অপরাধীরা কোনো অবস্থাতেই পালাতে না পারে। এ জন্যই তারা বিশেষভাবে গড়ে তোলা একটি দ্বীপে নির্মাণ করতে চাইছে কারাগার। এই দ্বীপটির চারপাশ পাহারা দেবে ভয়াল কিছু কুমির।
ইন্দোনেশিয়ার মাদকবিরোধী সংস্থার প্রধান বাদি ওয়াসিসো এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন এমনই একদল কুমিরের খোঁজে। তাঁর কথা হচ্ছে, অন্য যেকোনো প্রহরীর চেয়ে ‘কুমির’ অনেক উপযুক্ত, কারণ তাদের ঠকানোর বা ঘুষ দেওয়ার কোনো উপায় নেই!
ইন্দোনেশিয়ায় মাদকবিরোধী আইন বা কার্যক্রম বেশ কড়া। মাদক-সংশ্লিষ্ট অপরাধের দায়ে দেশটিতে সরাসরি ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করার আইন চালু রয়েছে এখনো। সুতরাং কুমিরকে পাহারায় রেখে জেলখানা গড়ে তোলার আইডিয়া শুনে খুব বেশি অবাক কিন্তু হওয়ার নেই!