সূর্য কত দূরে?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/29/photo-1461929133.jpg)
যে গরম পড়েছে, ঘর থেকে বেরোনোই এখন দায়। সবাইকে যেন সেদ্ধ করে দিচ্ছে সূর্যের তীব্র তাপ। মনে হচ্ছে সূর্যটাই মাথার কাছে চলে এসেছে। অথচ আমাদের পৃথিবী থেকে সূর্যের অবস্থান কিন্তু অনেক দূরে, প্রায় ১৫ কোটি কিলোমিটার! তাতেও আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা। সূর্য আসলে কী, এ বিষয় নিয়ে জানার রয়েছে অনেক কিছু।
রাতের আকাশে আমরা যেমন তারা দেখি, সূর্য তেমনই একটি তারা বা নক্ষত্র। প্রতিটি তারাকে ঘিরেই আমাদের সৌরজগতের মতো একেকটি সৌরজগৎ থাকে। সেখানে বেশ কিছু গ্রহ থাকে। আবার সেই গ্রহগুলোরও অনেক উপগ্রহ থাকতে পারে। এই যেমন আমাদের পৃথিবী একটা গ্রহ, আর এটার উপগ্রহ চাঁদ। তারাগুলো আবার থাকে গ্যালাক্সিতে। মানে, একটা গ্যালাক্সিতে অনেকগুলো তারা থাকে। যেমন ধরো, আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে। এই মিল্কিওয়ের একটা তারা হলো সূর্য।
এখন তাহলে প্রশ্ন হলো, সূর্যের ভেতরে আসলে কী আছে? সূর্যের ভেতরে মূলত আছে হাইড্রোজেন আর হিলিয়াম। সবচেয়ে বেশি আছে হাইড্রোজেন, প্রায় ৭৪ শতাংশ। আর হিলিয়াম আছে ২৪ শতাংশ। বাদবাকি ২ শতাংশের আবার অর্ধেকই হলো অক্সিজেন। বাকিটুকু হলো কার্বন, লোহা, নাইট্রোজেন, নিয়ন, সিলিকন, ম্যাগনেসিয়াম আর সালফার। তবে সূর্যের আসল কাজ হয় ওই হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে। হাইড্রোজেনগুলো সব সময় বিক্রিয়া করে হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে। আর সেই বিক্রিয়ার ফলে উৎপন্ন হচ্ছে তাপ। আর সেই তাপই আলো হয়ে আসছে পৃথিবীতে, আমাদের কাছে।
ও, আরেকটা কথা। সূর্যের রং তো হলুদ। আসলেও কি তাই? উহু, সূর্যের রং মোটেও হলুদ না। সূর্যের রং আসলে সাদা। কিন্তু সূর্যের আলো যখন আকাশ দিয়ে পৃথিবীর বুকে মানুষের চোখে পৌঁছায়, তখন সেই আলোর রং হয়ে যায় হলুদ। আর তাই পৃথিবীর বুক থেকে সূর্যকে হলুদ দেখায়।