প্রসাধনী সামগ্রীর শো রুম উদ্বোধনে অপু বিশ্বাস
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/22/apu.jpg)
শো রুম উদ্বোধনে অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কাশ্মিরী বিউটি বাই জিনিয়াত শিরোনামের একটি প্রসাধনী সামগ্রীর দ্বিতীয় শো রুম উদ্বোধন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন এই অভিনেত্রী।
প্রতিষ্ঠানটির মালিক জিনিয়াত জাহান জানিয়েছেন, ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করে ক্রেতাদের ভালবাসা, দোয়া আর নিজের অক্লান্ত পরিশ্রমে কাশ্মিরী বিউটি আজ সবার মনে একটি ভালবাসা ও ভরসার জায়গা করে নিয়েছে।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন নওসিন চোধুরী, ইসায়া তাহসিন, রিফাত আরা, সানজিদা, তাসনুভা আনোয়ার, বারিসা হক, মালা খন্দকার, সিলভী মাহমুদসহ অনেক তারকা।