বর্ষায় ছাদ বাগানের যত্ন নেবেন যেভাবে

চলছে বর্ষাকাল। আর বর্ষা মানেই আবহাওয়ায় বিশেষ বদল। কখনও মুষলধারে বৃষ্টি কখনও আবার ঝিরঝিরে। গাছের জন্য পানি যেমন ভালো, তেমন বিপদের কারণও হতে পারে। গোড়ায় পানি জমলে গাছ মারাও যেতে পারে। বর্ষাকালে ছাদ বাগানের যত্ন নেবেন কীভাবে?১. টবগুলো ছাদের প্রাচীর থেকে কয়েক ইঞ্চি ফাঁক দিয়ে রাখুন। প্রতিটি টবের মাঝে বেশ কিছুটা ফাঁক রাখুন। এতে বৃষ্টির পানি জমতে পারবে না। বেরিয়ে যাবে। ছাদে পানি জমলে বাড়ির ক্ষতি...