জেনে নিন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে গাছ রাখার নিয়মকানুন

অন্দরসজ্জায় সঠিকভাবে গাছ ব্যবহার করতে পারলে বদলে যায় ঘরের রূপ। ঠিক একইভাবে কর্মক্ষেত্রেও ক্লান্তি কাটাতে পারে সবুজের ছোঁয়া। কাজের টেবিল বা ডেস্কে গাছ সাজিয়ে রাখলে তা যেমন দৃষ্টিনন্দন হবে, তেমনই সবুজ চোখকে আরাম দেবে।কিন্তু বেশির ভাগ কর্পোরেট অফিসই এখন শীতাতপ নিয়ন্ত্রিত। বাইরের আলো-হাওয়া আসার সুযোগ নেই। এমন ঘরেও কি বাঁচবে গাছ, এই প্রশ্ন অনেকের মনেই। গাছ নিয়ে যারা চর্চা করেন, তাঁরাই বলছেন...