রসে-গন্ধে ভরা বিজয়নগরের লিচু, দেশজুড়ে বাড়ছে কদর

রসালো সুমিষ্ট একটি ফল লিচু। তাই অন্যান্য ফলের তুলনায় এর চাহিদা বহুগুণ বেশি। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর ফলের রাজ্য হিসেবে ইতোমধ্যেই বেশ পরিচিত হয়ে উঠেছে। উপজেলার লাল রঙের ঊর্বর মাটি ও অনুকূল আবহাওয়া লিচু উৎপাদনের জন্য উপযোগী হওয়ায় প্রতি বছরই এখানে বাড়ছে লিচুর আবাদ। স্বাদে ও গুণে অনন্য হওয়ায় এখানকার লিচুর চাহিদা রয়েছে দেশজুড়ে।তবে চলতি মৌসুমে প্রচণ্ড গরম ও অনাবৃষ্টির কারণে অনেক...