ব্রণ থেকে মুক্তির ঘরোয়া উপায়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/01/02/acne-1.jpg)
হঠাৎ অনেকের ত্বকে ব্রণের আবির্ভাব হয়। তাই দ্রুতই এর প্রতিকার জরুরি হয়ে পড়ে। আপনার ঘরেই রয়েছে এমন উপাদান, যা দিয়ে সহজে ব্রণ থেকে মুক্তি পেতে পারেন।
ভারতের বিখ্যাত সাময়িকী ফেমিনা এক প্রতিবেদনে ব্রণ থেকে মুক্তির ঘরোয়া উপায় সম্পর্কে জানিয়েছে। আসুন, একঝলকে দেখে নিই সে উপায়গুলো—
টুথপেস্ট
হালকা ব্রণ বা হোয়াইটহেডসের জন্য এ পদ্ধতি কার্যকর। আর এটি একদম সহজ। ব্রণের ওপর টুথপেস্ট লাগান আর তা শুকাতে দিন।
বেকিং সোডা
বেকিং সোডা আপনার রান্নাঘরেই থাকে। আর সেটা ত্বকের যত্নে চমৎকার কার্যকর। বেকিং সোডা ত্বককে পরিষ্কার করে এবং ব্রণের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। ফেসওয়াশের সঙ্গে আধা চা চামচ বেকিং সোডা মেশান। যদি আপনার ত্বক অতি শুষ্ক হয়, তবে খুব বেশি ব্যবহার করবেন না। আর এটি ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। এটি ব্রণ, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের জন্যও কার্যকর।
মাউথওয়াশ
যদি আপনি ব্রণের ওপর কটন বল দিয়ে মাউথওয়াশ লাগান, তবে তা ব্রণের আকার ও ব্রণজনিত যন্ত্রণা কমাতে সাহায্য করবে।
এসেনসিয়াল অয়েল
এসেনসিয়াল অয়েল, যেমন—ল্যাভেন্ডার বা টি ট্রি অয়েলের ফোঁটা আপনি ব্রণে লাগাতে পারেন। এতে ব্রণজনিত যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাহায্য করবে এবং ব্রণ থেকে রক্ত পড়া কমাবে।
বাষ্প
ব্রণ কমাতে গরম পানির ভাপ নিতে পারেন। এতে ত্বকের ব্ল্যাকহেডসও গভীর থেকে নির্মূল হবে। তবে অবশ্যই মনে রাখবেন, ভাপ নেওয়ার পর ত্বককে ময়েশ্চারাইজ করতে ভুলবেন না।