ভাইবোনের সেলফিতে ১০ হাজার টাকার গিফট ভাউচার
ভাইফোঁটা সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসব। এই উৎসবের পোশাকি নাম ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান। কার্তিকের শুক্লাদ্বিতীয়া তিথিতে (কালীপূজার দুদিন পরে) এই উৎসব অনুষ্ঠিত হয়। বাঙালি হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে উদযাপিত হয়।
এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, এই প্রাচীন রীতিকে আধুনিক সমাজে উপস্থাপনের বার্তা পৌঁছে দিতে বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ নিয়ে এসেছে ভাইফোঁটা সেলফি কনটেস্ট।
ভাইফোঁটা উপলক্ষে ভাইবোন একসঙ্গে সেলফি তুলে পাঠালে সেরা পাঁচ জন বিজয়ী পাবেন সর্বোচ্চ ১০ হাজার টাকার গিফট ভাউচার। সেজন্য সেলফি পাঠাতে হবে bishworangdidievent@gmail.com এই ঠিকানায়। সঙ্গে থাকছে ভাইবোনের ভালোবাসার কেনাকাটায় ২০ শতাংশ ডিসকাউন্ট। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ অফার চলবে ১৬ নভেম্বর ২০২০ পর্যন্ত।