বন্ধু দিবসে বন্ধুর জন্য বিশেষ উপহার

আজ বন্ধু দিবসে মার্কিন লেখক হেনরি ডেভিড থিওরোর একটা কথা খুব মনে পড়ছে। তিনি বলেছিলেন, ‘আমার বন্ধুর জন্য সবচেয়ে বেশি যা করতে পারি, তা হলো শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালোবেসেই সুখী, সে আর কোনো পুরস্কারই চাইবে না। এ ক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়?’ আমি বলব, অবশ্যই স্বর্গীয়। বন্ধুত্ব একটি আত্মার সম্পর্ক, যেখানে নেই কোনো স্বার্থপরতা কিংবা পাওয়া-না পাওয়ার প্রশ্ন। বন্ধুত্ব চায় শুধু বন্ধুর ভালোবাসা, সহানুভূতি, সঙ্গ। কোনো উপহার দিয়ে বন্ধুত্বের এসব চাওয়া এড়িয়ে যাওয়া যায় না।
তাই তো বলা যায়, ভালোবাসা, নির্ভরতা, বিশ্বাস ও প্রতিশ্রুতিই হচ্ছে বন্ধুর জন্য একজন বন্ধুর সবচেয়ে বড় উপহার। তবুও ভালোবাসার নিদর্শন কে না রাখতে চায়? কে না চায় বন্ধুত্বের স্মৃতিগুলো আগলে রাখতে? তাই ভালোবাসার নিদর্শন রাখতে বন্ধু দিবসে আপনিও আপনার কাছের বন্ধুকে দিতে পারেন এ রকম কিছু বিশেষ উপহার।
বন্ধুত্বের কার্ড
যেকোনো বিশেষ দিন আমরা বন্ধুদের উপহার দিই বিশেষ কার্ড। বন্ধু দিবস বন্ধুর জন্য ধরতে গেলে সবচেয়ে বিশেষ দিন। এই দিন উপলক্ষে পাওয়া যায় নানা ধরনের, নানা রং ও আকারের আকর্ষণীয় ডিজাইনের কার্ড। আপনি আপনার বন্ধুকে উপহার দিতে পারেন আপনার পছন্দসই সুন্দর একটি বন্ধুত্বের কার্ড। আপনার পাশের অভিজাত যেকোনো গিফট শপেই মিলবে এই কার্ড। কোয়ালিটিভেদে দাম পড়বে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। তা ছাড়া নিজেও রং-তুলি দিয়ে মনের মতো করে তৈরি করে ফেলতে পারেন এমন বন্ধুত্বের কার্ড, যা হাতে পেয়ে বন্ধু আবেগে আপ্লুত না হয়ে পারবে না।
ফুল
বন্ধুর কাছ থেকে ফুল পেতে কে না ভালোবাসে। গোলাপ বন্ধুত্বের প্রতীক, তাই আপনার বন্ধুকে উপহার দিতে পারেন একগুচ্ছ গোলাপ কিংবা রজনীগন্ধার স্টিক। তা ছাড়া দিতে পারেন হরেক রকমের ফুলের তোড়া। যেকোনো ফুলের দোকানেই পেয়ে যাবেন পছন্দসই ফুল এবং ফুলের তোড়া। ফুল কিংবা রজনীগন্ধার স্টিক কিনলে দাম পড়বে ২০ থেকে ৫০ টাকা; আকার এবং ডিজাইনভেদে ফুলের তোড়ার দাম পড়বে ১৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।
ফ্রেন্ডশিপ ব্যান্ড
বন্ধুত্বের প্রতীক হিসেবে ফ্রেন্ডশিপ ব্যান্ড খুবই জনপ্রিয়। বন্ধু দিবসে আপনিও আপনার বন্ধুকে একটি ফ্রেন্ডশিপ ব্যান্ড উপহার দিয়ে খুশি করে দিতে পারেন। দেশের যেকোনো গিফট শপে কম দামেই পেয়ে যাবেন আকর্ষণীয় ফ্রেন্ডশিপ ব্যান্ড। তা ছাড়া অভিজাত শপিংমলগুলোয় পাবেন হরেক রকমের দামি এবং চমৎকার দেশি-বিদেশি ফ্রেন্ডশিপ ব্যান্ড।
পুতুল
আপনার বন্ধুর পছন্দের তালিকায় যদি থাকে পুতুল, তবে এবার বন্ধু দিবসে তাকে সুন্দর একটি টেডি বিয়ার উপহার দিয়ে চমকে দিন। ৩০০ থেকে এক হাজার টাকার মধ্যেই যেকোনো গিফট শপ থেকে পছন্দের পুতুল সংগ্রহ করতে পারেন।
বই
বইকে বলা হয় সবচেয়ে ভালো বন্ধু। বই সবচেয়ে ভালো উপহারও বটে। আপনার বন্ধুর প্রিয় লেখকের নাম আপনি জানেন নিশ্চই? তবে প্রিয় লেখকের কোনো বই কিনে নিন এবং বন্ধু দিবসে তুলে দিন বন্ধুর হাতে।
এসব ছাড়াও গিফট শপগুলোতে বন্ধুকে উপহার দেওয়ার মতো অনেক কিছুই খুঁজে পাবেন, যেমন—চাবির রিং, ডায়েরি, ফটোফ্রেম ইত্যাদি। বন্ধুর সঙ্গে আড্ডায় রাঙিয়ে তুলুন বন্ধু দিবস। সেই আড্ডাকে মিষ্টি করে তুলতে পারে বন্ধুর পছন্দের কোনো চকলেট বক্স। উপহার ছোট হোক বা বড় হোক, দামি হোক বা সস্তা হোক, সেগুলো হচ্ছে আমাদের অনুভূতি। আর অনূভূতির দাম হচ্ছে অসীম। অতঃপর শুভ হোক বন্ধু দিবস, জয় হোক বন্ধুত্বের।