ফ্রিজ ছাড়া খাবার সংরক্ষণের উপায়
অনেক সময় হঠাৎ করেই ফ্রিজ নষ্ট হয়ে যায় অথবা ইলেকট্রিসিটি দু-তিনদিন না থাকার কারণে ফ্রিজের খাবার পচে যায়। পরে বাধ্য হয়ে সব খাবার ফেলে দিতে হয়। আমরা সবাই জানি, ফ্রিজের কারণে খাবার অনেকদিন ভালো থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যাঁদের ফ্রিজ নেই তাদের খাবার ভালো থাকে কীভাবে? মানে বিশ্বের সবার তো আর ফ্রিজ নেই! অনেকেই প্রাকৃতিক উপায়ে খাবার সংরক্ষণ করেন। এভাবে খাবার সংরক্ষণ করলে খাবারের স্বাদও নষ্ট হয় না এবং স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হয় না। ফ্রিজ ছাড়া বেশ কিছুদিন খাবার ভালো রাখতে চাইলে বোল্ডস্কাইয়ের দেওয়া এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
মাংসজাতীয় খাবার
ফ্রিজ ছাড়া মাংসজাতীয় খাবার রাখতে চাইলে ধোয়ার পর অনেকক্ষণ ছাঁকনিতে রেখে দিন। যাতে মাংসের মধ্যে কোনো পানি না থাকে। মনে রাখবেন, পানির কারণেই খাবারে ব্যাকটেরিয়া আক্রমণ করে। আগুনে কিছুক্ষণ মাংস ঝলসে নিন। এরপর এই মাংস একটি বাটিতে রেখে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখুন। এভাবে দুই থেকে তিনদিন মাংস ভালো থাকবে।
শাকসবজি
শাকসবজি কেটে কিছুক্ষণ রোদে রেখে শুকিয়ে নিন। যাতে ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে। আপনি চাইলে কিছু শাকসবজি হালকা তেলে ভেজে নিতে পারেন। তাহলে কয়েকদিন পরও রান্না করলে এর স্বাদ এবং পুষ্টিগুণ আগের মতোই থাকবে।
দুধ
দুধ জাল দিয়ে সংরক্ষণ করতে পারেন। দুধ জাল দেওয়ার সময় এর মধ্যে এক চা চামচ মধু দিন। সকালে এবং বিকেলে জাল দিলে দুই থেকে তিন দিন দুধ ভালো থাকবে।
মাখন এবং জ্যাম
একটি বাটিতে পানি রেখে এর মধ্যে মাখন এবং জ্যাম রেখে দিলে এগুলো নষ্ট হবে না। বরং এর স্বাদ অপরিবর্তিত থাকবে এবং স্বাস্থ্যঝুঁকিও থাকবে না।
ডিম
ডিমে খুব তাড়াতাড়ি ব্যকটেরিয়া আক্রমণ করে। আপনি ফ্রিজ ছাড়া ডিম সংরক্ষণ করতে চাইলে দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন অথবা সিদ্ধ করে তেলে ভেজে রাখতে পারেন। এতে চার-পাঁচদিন ডিম ভালো থাকবে।
বাদাম
বাদাম সহজে নষ্ট হয় না। কিন্তু আপনি যদি বাদাম ফ্রিজে না রাখেন তাহলে এতে ছোট ছোট পোকা হতে পারে। তাই রোদের মধ্যে কিছুক্ষণ বাদাম শুকিয়ে দিন। এরপর একটি এয়ারটাইট বোতলে বাদাম রেখে দিন। এতে অনেকদিন বাদাম ভালো থাকবে। মাঝে মাঝে বাদাম রোদে শুকিয়ে আবার বোতলে ভরে রাখুন।
টকদই
টকদই খুব সহজেই নষ্ট হয়ে যায়। ব্যাকটেরিয়া থেকে রক্ষার জন্য দুই থেকে তিন চামচ মধু টকদইয়ে মিশিয়ে নিন। এতে দুই থেকে তিনদিন টকদই ভালো থাকবে। খাবার নষ্ট হওয়া থেকে রক্ষার জন্য মধু প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে।